অসমাপ্ত আত্মজীবনী-শেখ মুজিবুর রহমান

অসমাপ্ত আত্মজীবনী

বইয়ের নামঃ অসমাপ্ত আত্মজীবনী

লেখকঃ শেখ মুজিবুর রহমান

প্রকাশনীঃ দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড

ক্যাটাগরিঃ Autobiography

অসমাপ্ত আত্মজীবনীঅসমাপ্ত আত্মজীবনীঃ ২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি অতি পুরানো, পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। মূল্যবান সেই খাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। জেল-জুলুম, নিগ্রহ-নিপীড়ন যাঁকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গীকৃত-প্রাণ, সদাব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং কিছুটা লিখেছেনও, এই বইটি তার সাক্ষর বহন করছে।

[N.B: We are not the actual owner of this Book, we are just sharing this book for Educational Purposes. If there is any copyright claim then the Content will be removed. Please mail to info@pdfstall.com for claim]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *