Agni Bina (অগ্নিবীণা) By Kazi Nazrul Islam

অগ্নিবীণা

Book Name: Agni Bina/অগ্নিবীণা

Author Name: Kazi Nazrul Islam

Category: Kazi Nazrul Islam

Total pages: 31

PDF Size: 03 MB

 

Descriptions:

অগ্নিবীণাঅগ্নিবীণা বিংশ শতাব্দীর  অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা রয়েছে  । কবিতাগুলি হচ্ছে –

তোরা সব জয়ধ্বনি কর্!

তোরা সব জয়ধ্বনি কর্!!

ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখির ঝড়।

তোরা সব জয়ধ্বনি কর্!

তোরা সব জয়ধ্বনি কর্!!

বল        বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল        বীর –
বল   মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!

 এছাড়া  অগ্নিবীণা গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে উৎসর্গ করে লেখা একটি উৎসর্গ কবিতাও আছে। ‘অগ্নি-বীণা’ প্রচ্ছদপটের পরিকল্পনা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এঁকেছিলেন তরুণ চিত্রশিল্পী বীরেশ্বর সেন।  ৭ নং প্রতাপ চ্যাটার্জি লেন থেকে গ্রন্থকার কর্তৃক গ্রন্থটি মুদ্রিত ও প্রকাশিত হয়। অগ্নিবীণা গ্রন্থটি ছাপা হয় মেটকাফ প্রেস, ৭৯ নং বলরাম দে স্ট্রিট, কলিকাতা থেকে। দাম এক টাকা।

অগ্নিবীণা গ্রন্থটির উৎসর্গ হচ্ছে- “বাঙলার অগ্নিযুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রীবারীন্দ্রকুমার ঘোষ শ্রীশ্রীচরণারবিন্দেষু”। নিচে লেখা আছে “তোমার অগ্নি-পূজারী -হে- মহিমাম্বিত শিষ্য-কাজী নজরুল ইসলাম”। অরবিন্দ ঘোষের ভ্রাতা বারীন্দ্রকুমার ঘোষ বাংলা তথা ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন।

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬) বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, সংগীতকার, ছায়াছবি নির্মাতা, সাংবাদিক এবং স্বাধীনতা সমরের সমর্থক ছিলেন। তিনি বাংলা ভাষার জনপ্রিয় কবির মধ্যে একজন এবং একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিচিত।

কাজী নজরুল ইসলামের রচনার মধ্যে কবিতা, গান, নাটক, রম্যরচনা, সম্প্রদায়, জীবনী এবং প্রবন্ধ ইত্যাদি রয়েছে। তিনি বাংলা সাহিত্যে নারী সমাজের উন্নয়নের পক্ষপাতী ছিলেন এবং তাঁর রচনাগুলি সামাজিক অভিব্যক্তি হিসেবে জনপ্রিয় হয়েছে।

কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কবিতা সমূহ মধুর মুখোপাধ্যায়ের “আমার সময় তোমার সময়”, “বিদ্রোহী”, “ভারত তুমি ফিরে এসো মা”, “আকাশের হাঁটবি”, “রুমাল ছেড়া” ইত্যাদি।

নজরুলের প্রথম যে বইটি নিষিদ্ধ হয় তার নাম ‘যুগবাণী’। ১৯২২ সালে ফৌজদারি বিধির ৯৯এ ধারানুসারে বইটি বাজেয়াপ্ত করা হয়। তৎকালীন গোয়েন্দা প্রতিবেদনে ‘যুগবাণী’কে একটি ভয়ংকর বই হিসেবে চিহ্নিত করে বলা হয়, লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন। ‘ক্রীতদাস মানসিকতার’ ভারতীয় জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসনভার দখলের মন্ত্রণা জোগাচ্ছেন। ‘নবযুগ’ পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধনের সংকলন ‘যুগবাণী’।

Source: Wikipedia , Prothom-Alo

Downloadomics

 

[N.B: We are not the actual owner of this Book, we are just sharing this book for Educational purposes. If there is any copyright claim then the Content will be removed. Please mail to info@pdfstall.com for claim]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *